শিক্ষাবিদ মীর্জা শহীদুল ইসলাম মারা গেছেন

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৭ অপরাহ্ন   |   শোক ও মৃত্যুবার্ষিকী

শিক্ষাবিদ  মীর্জা শহীদুল ইসলাম মারা গেছেন

সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা,হিসাববিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ, মার্জিত এবং বিনয়ী, পরহেজগার,প্রাথমিক ও গনশিক্ষা অধিদপ্তরের সাবেকপরিচালক, নিরাপদ সড়ক চাই আন্দোলনের উপদেষ্টা মীর্জা শহীদুল ইসলাম আজ সকাল ১১ টায় ইন্তেকাল করেছেন।


 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


তিনি আজ পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় সকাল ১০ টায় যোগ দেন ।। সভা চলাকালীন অবস্থায় আকষ্মিক ভাবে স্ট্রোক হলে দ্রুত পাবনা মেডিকেল কলেজে নেয়া হয় । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।

 উল্লেখ্য, তিনি সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মীর্জা আজিজুল ইসলাম এর ছোট ভাই ।

মরহুমের জানাজার নামায আজ রাত সাড়ে আটটায় পাবনা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হবে।

শোক ও মৃত্যুবার্ষিকী এর আরও খবর: